ঝালকাঠিতে পূজা মণ্ডপ পরিদর্শনে আনসার ভিডিপি পরিচালক

0

ঝালকাঠি ও রাজাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি-অপস্) সালমা সিদ্দিকা। মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সালমা সিদ্দিকা বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে পূজা মণ্ডপ পরিদর্শন করছি। জেলায় রেঞ্জের অধীনস্ত ব্যাটালিয়ন হতে একটি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। আমাদের আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মণ্ডপে দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা সবাই মিলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।’

পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন সরদার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল আমিন, নলছিটি উপজেলা কর্মকর্তা বিজন দত্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here