ঝালকাঠিতে নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

0
ঝালকাঠিতে নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর সদর রোডের নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। তবে নিহতের মেয়ের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মা মারা গেছেন।

নিহত শারমিন মৌসুমী কেকা (৪৫) বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ মিঠুর স্ত্রী এবং ঝালকাঠি পৌরশহরের চাঁদকাঠি এলাকার বাসিন্দা সিকান্দার কবিরের মেয়ে। তিনি ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে সদর রোড তালতলা কালী মন্দির সংলগ্ন বাসায় যাই। নিহতের গলার নিচে সামান্য ফোলা দাগ রয়েছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিয়ে কিছুটা রহস্য তৈরি হয়েছে। তাই সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের মেয়ে দিতান বলেন, আমার মা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার হার্টে দুটি রিং বসানো হয়েছে। বিকেল (সোমবার) থেকে তিনি নিজ কক্ষে ছিলেন। রাতে সাড়া না পেয়ে রুমে ঢুকে দেখি মা মারা গেছেন। আমাদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here