ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে অর্ধশত শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক, চিনি, দুধ ও সেমাই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল।
প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৫০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে নতুন পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।