ঝালকাঠির নলছিটিতে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপহারের ঘর পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, এমপি। বুধবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন তিনি।
এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন। এসময় আশ্রয়ন প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন আমির হোসেন আমু।