প্রায় ২৬৭ স্ট্রাইকরেটে রীতিমতো ঝড় তুলেছিলেন। তিনি ১৮ বলে করেন ৪৮ রান। এই ইনিংসে ৫টি চারের সঙ্গে ৪টি ছক্কাও হাঁকান এই লোয়ার অর্ডার ব্যাটার।
ফলে তার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
তবে ম্যাচ জয়ে রিশাদের ইম্প্যাক্টই ছিলো দুর্দান্ত। তিনি বল হাতেও ভালো করেছেন। ৯ ওভারে ৫১ রান দিয়ে রিশাদ তুলে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের উইকেট।