ঝড়ে সব ধ্বংস হলেও নেতাদের ছবি রক্ষার নির্দেশ উত্তর কোরিয়ায়

0

কোরীয় উপদ্বীপে আঘাত হেনেছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় খানুন। এর জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলে। ঝড়ের প্রভাব পড়তে পারে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও।

তাই, এর আগেই বৃহস্পতিবার উত্তর কোরিয়া সরকার এক নির্দেশনা জারি করেছে। আদেশ অনুযায়ী, ঝড়ে যা কিছুই হোক না, উত্তর কোরীয়দের অবশ্যই তাদের নেতাদের প্রতিকৃতি রক্ষায় অগ্রাধিকার দিতে হবে।

দুর্বল অবকাঠামোর কারণে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন ও দরিদ্র উত্তর কোরিয়ায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বেশি থাকে। বন উজাড় করে ফেলায় দেশটি বন্যার ঝুঁকিতেও রয়েছে।

রোডং সিনমুন বলেছে, নেতাদের প্রচারিত প্রতিকৃতি, মূর্তি, মোজাইক, ম্যুরাল এবং কিম পরিবারের অন্যান্য স্মৃতিস্তম্ভের ‘নিরাপত্তা নিশ্চিত করার’ ওপর উত্তর কোরিয়ার ‘বেশি মনোযোগ’ দেওয়া উচিত।

ক্ষমতাসীন কিম পরিবারের ছবির ক্ষেত্রে পিয়ংইয়ং অত্যন্ত স্পর্শকাতর। বর্তমান নেতা কিম জং উনের বাবা এবং দাদার প্রতিকৃতি দেশের প্রতিটি বাড়ি এবং অফিসে শোভা পায়। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, এবিসি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here