ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে চাপা পড়লে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহতরা চাচাতো বোন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এ সময় আম গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় অপর শিশু। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, আমরা এখনো শুনিনি। তবে নিহতের পরিবার আমাদের কাছে আবেদন করলে সহায়তা করা হবে।