ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

0

শুক্রবার সকাল ৯টার মধ্যে দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতাসংকেত ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে।  

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here