মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের আইকনিক মুনওয়াকের সেই হ্যাটটি ৭৭ হাজার ৬৪০ ইউরোতে বিক্রি হয়েছে। এটি তিনি প্রথমবার মুনওয়াকের সময় ব্যবহার করেছিলেন।
ফ্রান্সের রাজধানী প্যারিসে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের আয়োজন করে হোটেল ড্রাউট অকশন হাউজ।
সূত্র: এএফপি