আইপিএলের চলতি আসরে দলে প্রথম ম্যাচে জায়গা পেয়েই শুরুতেই চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নিজের প্রথম ওভারেই ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
মাতিশা পাতিরানার চোট তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মূল একাদশে জায়গা করে দেয়।
এরপর ওভারের শেষ বলে তিনি ফেরান রজত পাতিদারকে। তিনি তাকে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করেন।
পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকে ফিরতেও হয় ফিজের শিকার হয়ে।
সবমিলিয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ৭ রান দিয়েছেন মুস্তাফিজ।