ভারতের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। সিরিজের প্রথম দু’টিতে একটিতে জয় পেয়েছে ভারত, আর অন্যটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাই তৃতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জিতে নিতে পারে যে কোনো দল।
এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে তারা জোড়া সেঞ্চুরি ও শক্তিশালী মিডল অর্ডারে ভর করে স্বাগতিক ভারতের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে।
ভারতের অধিনায়ক শুভমান গিল টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতেই আক্রমণাত্মক বল হাতে নিয়ে ভারতীয় বোলাররা কিউইদের দুই ওপেনারকে দ্রুত ফেরাতে সক্ষম হন। ৫ রানে হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন আর্শদীপ সিং, আর ৫ রান করেই ডেভন কনওয়ে আউট হন হর্ষিত রানা’র বলে।
এরপরই উইল ইয়ং এবং ড্যারিল মিচেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ৫৩ রানের জুটি গড়েন তারা দু’জন। ৩০ রান করে উইল ইয়ং আউট হলেও ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস বিশাল এক জুটি গড়ে কিউইদের বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন। তারা দু’জন গড়েন ২১৯ রানের বিশাল এক জুটি।
১৩১ বলে ১৩৭ রান করেন ড্যারিল মিচেল। ১৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ৮৮ বলে ১০৬ রান করে আউট হন গ্লেন ফিলিপস। ২৮ রান করেন মিচেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে কিউইরা।

