জেসন রয়কে দলে ভেড়াল কলকাতা

0

সাকিব আল হাসানকে আইপিএলের চলতি আসরে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বিদেশি কোটায় জেসন রয়কে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল কর্তৃপক্ষ বুধবার (০৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিঠের নিচের অংশের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শ্রেয়াস আইয়ার। আর নিজের নাম সরিয়ে নিয়েছেন সাকিব।

২০১৭ আসরে প্রথমবার আইপিএলে অংশ নেন জেসন রয়। সবশেষ ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। সেবার ৫ ম্যাচে এক ফিফটিসহ ১২৩.৯৬ স্ট্রাইক রেটে ১৫০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

এবারের আইপিএলে সাকিব ও লিটন কুমার দাসের অংশগ্রহণ নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। তাদের অনাপত্তিপত্রের বিষয়ে বিসিবি বরাবরই জানিয়েছে, জাতীয় দলের খেলার বাইরে যে কোনো লিগে অংশ নিতে পারবেন তারা।

এই শর্ত অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলতি টেস্ট এবং পরে মে মাসে ইংল্যান্ডের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ওয়ানডে সিরিজের কারণে বেশ কিছু ম্যাচ মিস করতে হতো সাকিব-লিটনদের।

এখন পুরো আসর থেকেই সরে দাঁড়িয়েছেন সাকিব। তবে টেস্ট শেষ করে কলকাতা দলের যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের। এরই মধ্যে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএল খেলতে ভারত গেছেন মুস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here