জেলেনস্কি-শি জিনপিংয়ের মধ্যে ফোন আলাপের তাৎপর্য কী?

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর পুতিনের ঘনিষ্ঠ মিত্র জিনপিং এই প্রথম জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। 

কিয়েভ থেকে আল জাজিরার রিপোর্টার চার্লস স্ট্রার্টফোর্ড বলেছেন, ‘যুদ্ধ চলাকালীন জেলেনস্কি এবং শি জিনপিংয়ের মধ্যে টেলিফোন আলাপের তাৎপর্য ব্যাপক।’

তবে চার্লস স্ট্রার্টফোর্ড বলেছেন, শি জিনপিং-জেলেনস্কির টেলিফোন আলাপ সম্পর্কে আরও কিছু বিষয় সামনে এসেছে।

টেলিফোন আলাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, শি জিনপিং জেলেনস্কিকে বলেছেন, ইউক্রেন যুদ্ধের সংকট জটিল পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের ব্যাপক আন্তর্জাতিক প্রভাব রয়েছে। 

রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে বেইজিং সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে। চীন এখন তাদের ইউরেসিয়ান বিষয়ক বিশেষ প্রতিনিধিকে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে। 

যা বলছে রাশিয়া 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সঙ্গে সমঝোতায় চীন মধ্যস্থতায় আগ্রহ দেখাচ্ছে বিষয়টি আমরা লক্ষ্য করেছি। জাখারোভা উল্লেখ করেন, বিদ্যমান পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে সমঝোতা সম্ভব নয়। কারণ, কিয়েভ মস্কোর উদ্যোগ প্রত্যাখান করছে। অভিযোগ করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
শি-জিনপিং-জেলেনস্কির মধ্যে টেলিফোন আলাপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এই আলাপ নিয়ে বলেন, ‘ভালো বিষয়’।  তবে তিনি সতর্ক করে বলেন,  এই টেলিফোন আলাপ ইউক্রেন-রাশিয়াকে শান্তির দিকে নিবে কিনা তা এখনই বলার সময় আসেনি। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here