ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্ম শহর ক্রিভি রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি ১০ বছর বয়সী মেয়ে ও তার মাও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এই হামলায় আরো ৭৫ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে ২৫ শিশুও রয়েছে। সোমবার একটি বহুতল ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
জেলেনস্কির জন্ম শহর লক্ষ্য করে বেশ কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে রাশিয়া।
নিজের শৈশবের শহরে হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনের একটি ব্লক ও একটি বিশ্ববিদ্যলয় ভবনে আঘাত হানে।
সূত্র: বিবিসি