জেলেনস্কির বিস্ফোরক দাবি, রাশিয়ার অস্বীকার: কোন পথে ইউক্রেন সংঘাত?

0

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের বরাতে এমন দাবিই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘গোয়েন্দারা তথ্য পেয়েছে যে রাশিয়া ঝাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা চালানোর মতো বিষয়ে বিবেচনা করছে। … আর এজন্য তারা (রুশরা) সব ধরনের প্রস্তুতিও নিয়েছে।’

জেলেনস্কি জানিয়েছেন, এই বিষয়ক বিশদ তথ্য তিনি আন্তর্জাতিক মিত্রদের সাথে শেয়ার করবেন। 

তবে জেলেনস্কির এই দাবি পুরোপুরি মিথ্যা বলে নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা ইউক্রেনের আরেকটা মিথ্যাচার। আন্তর্জাতিক আণবিক সংস্থাকেও ঘটনাস্থল পরিদর্শন করার আহ্বান জানিয়েছে রাশিয়া।

অন্যদিকে পরমাণু বিশেষজ্ঞা বলছেন, ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে তার ফল হবে ভয়াবহ। তাই যুদ্ধ জয়ের বাতিকে বিভোর না হয়ে দু’পক্ষেই সাবধানী হতে হবে।

 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here