ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করেছে সোনাগাজী উপজেলা দল। ফাইনাল ম্যাচের টাইব্রেকারে ছাগলনাইয়া উপজেলা দলকে ৭-৮ গোলে হারিয়েছে তারা।
শনিবার বিকেলে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।
এ সময় অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপারের নিশাত তাবাসসুম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফি ও এক লাখ টাকা প্রাইজমানি। রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি উপহার দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয় ২০ হাজার টাকার প্রাইজমানি। প্রত্যেক ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে ২ হাজার টাকা দেওয়া হয়।
এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলকিপারকে যথাক্রমে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। নতুন সংযোজন হিসেবে ফেয়ার প্লে টিমকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘আমরা চাই ফেনীর ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাক। তরুণ প্রজন্মের কাছে ফেনীর ক্রীড়া যেন অনুকরণীয় হয়ে থাকে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে থাকা সম্ভব।’
‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে জেলার ছয় উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

