জেলারের গানে নেচে রজনীকান্তকে জাপানি রাষ্ট্রদূতের শুভেচ্ছা

0

তামিল সুপারস্টার রজনীকান্তের জেলার সিনেমা রীতিমতো ঝড় তুলেছে। সিনেমা দেখার জন্য অফিস ছুটি, রজনীকান্তের নামে পূজা; ঘটছে এমন হরেক কাণ্ড। সেই সাথে জেলারের `কাভালা’ গানটাও পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

রজনীকান্তের সাথে তামান্নার দুর্দান্ত নাচ অনেকেরই নজর কেড়েছে। তাই এই গানের সাথে কোমর দোলানোর ট্রেন্ডটাও চলছে পুরো দস্তুর। 

এই গানে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি তাল মিলিয়েছেন জাপানি ইউটিউবার মেও সানের সাথে। জাপানের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নাচের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, এটা রজনীকান্তের প্রতি তার ভালোবাসা।

সূত্র: এনডিটিভি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here