জেমিনি ৩ প্রোতে ফ্রি অ্যাক্সেস কমাল গুগল

0
জেমিনি ৩ প্রোতে ফ্রি অ্যাক্সেস কমাল গুগল

গুগল তাদের সর্বাধুনিক এআই মডেল জেমিনি ৩ প্রো (Gemini 3 Pro)–এর ‘থিংকিং মোড’ ফ্রি ব্যবহারকারীদের জন্য নতুন করে সীমাবদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি–সাইট 9to5Google জানিয়েছে, ফ্রি ব্যবহারকারীরা এখন থেকে ‘বেসিক অ্যাক্সেস’ পাবেন এবং তাদের দৈনিক সীমা  প্রয়োজন অনুযায়ী ঘনঘন পরিবর্তন হতে পারে।

আগে ফ্রি ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ পাঁচটি প্রম্পট দিতে পারতেন, যা জেমিনি ২.৫–এর সীমার মতোই ছিল। নতুন নির্দেশনা থেকে ধারণা করা হচ্ছে, চাহিদা বেড়ে যাওয়ায় ভবিষ্যতে এই সীমা আরও কমতে পারে। তবে গুগল স্পষ্ট করে বলেনি, সীমা বাড়বে নাকি কমবে।

এআই মডেলগুলো সাধারণত প্রম্পট নয়, টোকেন ব্যবহার করে হিসাব করে। একটি বাক্য ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হয়—এসব অংশকে টোকেন বলা হয়। প্রশ্ন যত জটিল হবে, তত বেশি টোকেন ব্যবহৃত হবে। ফলে একজন ব্যবহারকারী এক দিনে অনেকগুলো সহজ প্রশ্ন করতে পারলেও জটিল প্রশ্নের সংখ্যা কম হবে। অর্থাৎ, সীমা এখন থেকে প্রশ্নের জটিলতার ওপর নির্ভর করবে—এটাই গুগলের নতুন ব্যবস্থার মূল ধারণা।

এদিকে আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গুগলের এআই–নির্ভর গবেষণা প্ল্যাটফর্ম নোটবুকএলএম (NotebookLM)–এ। কোম্পানি জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফ্রি ব্যবহারকারীদের জন্য ইনফোগ্রাফিক্স এবং স্লাইড ডেকস ফিচার বন্ধ রাখা হয়েছে। এমনকি প্রো (Google AI Pro) ব্যবহারকারীদের ক্ষেত্রেও কিছু সীমা বাড়ানো হয়েছে। গুগল বলছে, অত্যধিক চাহিদা এবং ক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে, সময়ের সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল হলে এসব ফিচার আবার সবার জন্য উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here