জেফারের নতুন গান ‘তীর’

0

ভয়-ভীতির বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণাকে উপজীব্য করে গান বেঁধেছেন গায়িকা জেফার রহমান। জেফারের ইউটিউবে প্রকাশ্যে এসেছে ‘তীর’ শিরোনামের গানটি।

গানটি গাওয়ার পাশাপাশি সুরও করেছেন জেফার। গীতিকার আদিব কবিরের সঙ্গে যৌথভাবে গানের কথাও লিখেছেন তিনি। গানের সংগীত আয়োজন করেছেন কবির। গানের ভিডিও চিত্রের ধারণা ও সৃজনশীল পরিচালনাতেও ছিলেন জেফারই।

‘দেখো’ স্টুডিওর ব্যানারে ভিডিও চিত্র পরিচালনা করেছেন পার্থ শেখ। জেফার বলেছেন, ২০২১ সালে গানটির কাজ শুরু করেছিলেন তিনি। ওই বছর সুর দেওয়া শুরু করলেও শেষ করা যায়নি কাজ। 

গত বছর পুরো গানটির সুর ও সংগীতায়োজনের শেষ করেছেন তিনি। গেল রোজার ঈদে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় ‘নিয়ে যাবে কি’ গানে কণ্ঠ দিয়েছেন জেফার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here