মেকআপ শব্দটি মেয়েদের সঙ্গে যুক্ত হলেও ছেলেরাও আজকাল ত্বকের রকমফের দোষত্রুটি ঢাকতে মেকআপের শরণাপন্ন হচ্ছেন…
মেকআপ কেবল মেয়েদের। এই প্রথা ভেঙেছে অনেক আগেই। মেকআপ শব্দটি মেয়েদের সঙ্গে যুক্ত হলেও ত্বকের দোষত্রুটি ঢাকার জন্য আজকাল ছেলেরাও মেকআপের শরণাপন্ন হচ্ছেন। নিচ্ছেন মেকআপের ম্যাজিক্যাল রূপ। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান, ফটোশুট কিংবা করপোরেট মিটিং; নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য ছেলেরাও মেকআপ করছেন। তবে ছেলেদের মেকআপ ন্যাচারাল বা হালকা হতে হবে। মেয়েদের মতো ভারী মেকআপ একদম নয়।