জেদ্দায় প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে : শাহজালালের নির্বাহী পরিচালক

0
জেদ্দায় প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে : শাহজালালের নির্বাহী পরিচালক

সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন সৌদি আরব প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। তবে ঢাকায় লাগেজ কেটে মালামাল চুরি হয়নি, জেদ্দা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

রবিবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এস এম রাগিব সামাদ বলেন, সৌদি প্রবাসীর লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এখানে এমন কোনও ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। তারা সহযোগিতা করলে হারানো মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেঁড়া লাগেজ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি গত ১৪ নভেম্বরের ঘটনা। সেদিন সৌদি আরব থেকে ৭৮ প্রবাসী বাংলাদেশি পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন দেখা যায়- অধিকাংশ ব্যাগই কাটাছেঁড়া, আর ভেতরের মালামাল নেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here