জেএমবি নেতা সালেহীনের সহযোগীসহ গ্রেফতার ২

0

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বর্তমান আমির সালাউদ্দিন সালেহীনের একসময়ের একান্ত সহযোগীসহ জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) গোপণ তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- মো. নুরুল ইসলাম (৪০) ও মো. রাসেল (৩৭)।

এদিকে, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ স্টিল মিল এলাকায় পরিচালিত অপর এক অভিযানে জেএমবির সক্রিয় সদস্য এবং সাত বছরের সাজাপ্রাপ্ত রাসেলকে গ্রেফতার করা হয়। রাসেল লালমনিরহাট জেলার অন্যতম দায়িত্বশীল হিসেবে ২০০০ থেকে জেএমবি’র কার্যক্রমের সঙ্গে জড়িত। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এটিইউ’র এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here