জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

0

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু হয়। 

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।

এছাড়া দিনব্যাপী সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলাব্যাপী এ কার্যক্রম চলছে বলে জানান অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here