জুয়ায় ১১৫ কোটি টাকা খোয়ালেন নেইমার কিন্তু…

0

দুর্ভাগ্য কোনোভাবেই নেইমারের পিছু ছাড়ছে না। নেইমার যেদিকে তাকান, আজকাল সেদিকেই সাগর শুকায়। চোটের কারণে অস্ত্রোপচার, আর সেজন্যই আছেন মাঠের বাইরে। ফের কবে ফুটবল পায়ে ফিরবেন সে নিয়েও আছে বেশ অনিশ্চিয়তা।

এর মাঝেই গত সোমবার নেইমারের টুইটার অ্যাকাউন্টও নাকি হ্যাকিংয়ের শিকার হয়েছিল। তার স্বদেশি সংবাদমাধ্যম ‘গ্লোবো’ই এই খবর দিয়েছে। আর সেদিনই নাকি আবার অনলাইনে জুয়া খেলে ১০ লাখ ইউরো হারিয়েছেন নেইমার!

পোকার খেলতে পছন্দ করেন নেইমার। পিএসজি তারকা অনলাইনে পোকার খেলার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন। খেলা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরই ১০ লাখ ইউরো খোয়া যায় তার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫ কোটি ৭৬ লাখ টাকা। সেই হারের কথা নিজেই জানিয়েছেন নেইমার। 

সেই খবর দেওয়ার পাশাপাশি করেন, শোকে কান্নার অভিনয়ও। 

তবে ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমার সত্যিই জুয়া খেলে ১০ লাখ ইউরো হারেননি। এটা ছিল অনলাইন বেটিং প্রতিষ্ঠানের প্রচারণার অংশ। নেইমারের প্রতিনিধি ‘গ্লোবো’কে জানিয়েছেন, এ সব লাইভে প্রচারণার কৌশল মাত্র। নেইমার সেখানে অর্থলগ্নি করেননি। 

গ্লোবো জানিয়েছে, প্রচারণার এ কৌশলের কারণ হলো, অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও যে হারতে পারেন, সাধারণ মানুষকে তা বোঝানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here