জুম-ডুয়োলিঙ্গো-স্ন্যাপচ্যাটসহ এক হাজারের বেশি অ্যাপের সেবা বিঘ্নিত

0
জুম-ডুয়োলিঙ্গো-স্ন্যাপচ্যাটসহ এক হাজারের বেশি অ্যাপের সেবা বিঘ্নিত

অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে এক হাজারেরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার করতে না পারা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখেরও বেশি অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের সেবা বিভ্রাট নজরদারি সংস্থা ডাউনডিটেকটর।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) জানিয়েছে, তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনো অভিযোগগুলো নিয়ে কাজ হচ্ছে।

সোমবার সকালে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবার বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী শত শত প্ল্যাটফর্ম অফলাইনে চলে যায়।

স্ন্যাপচ্যাট, জুম, ডুয়োলিঙ্কো, ক্যানভাসহ অনেক ব্যাংকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারেও সমস্যা হয়।

অ্যামাজন বলেছে, তারা উত্তর ভার্জিনিয়ায় তাদের ক্লাউড কম্পিউটিং কার্যক্রমের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া সমস্যাটির সমাধান করেছে এবং পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে।

যদিও বিভ্রাটের বেশিরভাগ সমাধান হয়েছে বলে মনে হচ্ছে, তবে এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, যে মাত্রায় বিভ্রাট হয়েছে এবং এর ফলে যে পরিমাণ প্রভাব পড়েছে, এর মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট ইন্টারনেট প্রোভাইডারের ওপর নির্ভর করার ঝুঁকির বিষয়টি সামনে এসেছে।

হাজার হাজার মানুষ ব্যাংক বিভ্রাটের কথা জানিয়েছেন, কেউ কেউ বলেছেন তাদের কার্ড ব্যবহার করা যাচ্ছে না। হ্যালিফ্যাক্স, লয়েডস এবং ব্যাংক অফ স্কটল্যান্ডসহ বিভিন্ন ব্যাংক এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস হলো টেক জায়ান্টটির ক্লাউড কম্পিউটিং বিভাগ। যার ওপর লাখো বড় আকারের কোম্পানির ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম নির্ভরশীল।

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here