জুবিন গার্গের মৃত্যু: সিঙ্গাপুর পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু মেলেনি

0
জুবিন গার্গের মৃত্যু: সিঙ্গাপুর পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু মেলেনি

ভারতীয় গায়ক জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুতে এখনও শোকাহত আসামসহ গোটা দেশ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ফেস্টিভালে অংশ নিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় গায়ক। ঘটনার পর থেকেই ওঠে নানা প্রশ্ন, ছড়ায় গুজব। তবে সাম্প্রতিক এক বিবৃতিতে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, মৃত্যুর পেছনে এখন পর্যন্ত কোনও ‘ফাউল প্লে’ বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

তবে তদন্ত এখনও চলছে এবং তথ্য যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে অন্তত তিন মাস সময় লাগবে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, জুবিন গার্গ মৃত্যুর ঠিক আগে একটি ইয়টে করে সিঙ্গাপুরের সমুদ্রে ঘুরতে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ব্যান্ড সদস্য, ম্যানেজার ও আরও কয়েকজন ঘনিষ্ঠ। তাঁদের দাবি, সাঁতার কাটতে নেমেই ডুবে যান গায়ক। এরপরই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, জুবিনের মৃত্যুকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তারা এসব গুজবের প্রতি সচেতন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়ায় এগুলো যেন প্রভাব না ফেলে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, আসাম সরকারের উদ্যোগে গঠিত বিশেষ তদন্ত দল (SIT) ও সিআইডি পৃথকভাবে তদন্ত চালাচ্ছে। ইতোমধ্যেই এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে আসাম সিআইডি।**
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-  জুবিন গার্গের ব্যান্ড সদস্য, ব্যক্তিগত ম্যানেজার, ইভেন্ট অর্গানাইজার, এবং তাঁর চাচাতো ভাই ও বরখাস্ত হওয়া আইপিএস অফিসার সন্দীপন গার্গ।

সকলকে বর্তমানে জেল হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, বুধবার বাকসা জেলের বাইরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিক্ষোভ করেন জুবিনের ভক্তরা। অভিযুক্তদের জেলে নিয়ে আসা হলে স্থানীয় বাসিন্দা ও অনুরাগীদের ভিড়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

সূত্র: সিএনএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here