গায়ক ও সুরকার জুবিন গার্গ দুর্ঘটনায় মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে! এমন দাবি করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার বিধানসভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জুবিন গার্গের মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তেই পুলিশ নিশ্চিত হয়েছে এটি আকস্মিক মৃত্যু নয়, এটা নিছক খুন।’
তিনি আরও বলেন, একজন ব্যক্তি জুবিনকে খুন করেছে, বাকি কয়েকজন তাকে সাহায্য করেছে। এ বিষয়ে চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা চলছে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে নেমে রহস্যজনকভাবে মৃত্যু হয় এই সংগীতশিল্পীর। সেখানে গিয়েছিলেন নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে। অন্য শিল্পীদের সঙ্গে ইয়াটে বেড়াতে গিয়ে সমুদ্রে নামলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সিঙ্গাপুরের ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী এই মৃত্যুতে কোনো ষড়যন্ত্র নেই। পানিতে ডুবেই মৃত্যু হয়েছে জুবিনের। তবে হিমন্ত দাবি করেন, পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। তার এই দাবি নিয়ে আবারও চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিধানসভায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘জুবিনের মৃত্যুর এখনও বিচার করতে না পারা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। জুবিন গার্গ যাতে বিচার পান, সেই বিষয়টিও আমরা তুলব। উনি আসামের হৃদয়ে বাস করতেন।’
জুবিনের তদন্তের জন্য বিশেষ তদন্তকারীদের দল গঠন করা হয়। এই ঘটনায় ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মাহাতো, সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী, অমৃতপ্রভা মহান্ত, জুবিনের তুতো ভাই সন্দীপন গার্গকে গ্রেফতার করা হয়েছে। গার্গের দুজন নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত সত্য এখনও জানা যায়নি।

