বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণবশত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া পদগুলো হলো—অধস্তন আদালতের সাঁট-লিপিকার, টাইপিস্ট/কপিস্ট, ড্রাইভার ও নিরাপত্তা প্রহরী।
পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

