জীবিকার তাগিদে ইতালিতে গিয়ে প্রাণ হারালেন মাদারীপুরের ফরহাদ

0
জীবিকার তাগিদে ইতালিতে গিয়ে প্রাণ হারালেন মাদারীপুরের ফরহাদ

ইতালিতে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় মো. ফরহাদ হোসেন মাতুব্বর (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের পিটিআই রোড–সংলগ্ন এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ইতালিতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুরে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইতালির ইমোলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ফরহাদ হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবার জানায়, ফরহাদ হোসেন মাতুব্বর ২০২৪ সালের ২১ জুন ইতালিতে প্রবেশ করেন। শুরুতে তিনি কাম্পোবাসো শহরের ভিয়া গোরিজিয়া–১৭ এলাকার একটি ক্যাম্পে বসবাস করতেন। পরে কাজের সন্ধানে প্রায় দুই মাস আগে তিনি ফোরলি শহরে চলে যান।

ফরহাদের আকস্মিক মৃত্যুতে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মাদারীপুরে তার স্বজন ও এলাকাবাসীর মধ্যেও শোক বিরাজ করছে।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, নিহতের বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে আনার বিষয়ে সহায়তা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here