জীবনে শান্তি পেতে আমি সব করতে পারি: কোয়েল

0
জীবনে শান্তি পেতে আমি সব করতে পারি: কোয়েল

অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও বেশ সফল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ঘরে এবং বাইরে দুটোই সমানতালে চালাচ্ছেন অভিনেত্রী। কীভাবে একসঙ্গে এসব সামলাচ্ছেন, সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, আমার মনে হয় এই দক্ষতাটা সব মেয়ের জীবনেই সহজাত। আসলে আমাদের কোনো চয়েস থাকে না। দায়িত্ব তো নিতেই হবে। আর এই ভূমিকায় আমি দারুণ খুশি। আমার ছেলে-মেয়ের স্কুল, সকালে ওদের নাশতা—এসব আমি এনজয় করি। কেউ সবজির দাম জানতে চাইলে আমি কিন্তু বলতে পারব। সঙ্গে আমার কাজও করি। চাইলে সবটাই করা যায় বলে আমার মনে হয়।

অভিনেত্রী কোয়েলের জীবন কীভাবে এত গোছানো, এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আমি যদি কোনোকিছু নিয়ে স্বার্থপর হই, তাহলে সেটাই আমার কাছে শান্তি। কারণ, জীবনে শান্তি পেতে আমি সব করতে পারি। মানুষ হিসেবে আমি কখনই আবেগপ্রবণ নই। তার মানে এই নয়, আমার জীবনে কোনো সমস্যা নেই। জীবনটা তো পাপড়ি বিছানো রাস্তা নয়, তাতে অনেক কাঁটাও থাকে, আমারও ছিল। ওগুলো আমার জীবনের শিক্ষা হয়ে রয়ে গেছে। ব্যক্তিজীবনে কোনো সমস্যা হলে কিছুটা সময় নিই, তারপর সরাসরি কথা বলে নিই।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে কোয়েল অভিনীত ‘মিতিন একটি খুনির সন্ধানে’। অরিন্দম শীলের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন শুভ্রজিত্‍ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো একাধিক জনপ্রিয় মুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here