দেখতে দেখতে ১৫ টি মৌসুম শেষ করে ফেলেছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। ২৯ ডিসেম্বর শুক্রবার ছিল সবশেষ মৌসুমের শেষ পর্বের সম্প্রচার। এদিন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বিগ বি। চোখে এসেছিল জল। নতুন সিজনে আবার দেখা হবে সেই প্রতিশ্রুতিও দিয়েছেন বলিউডের এই সিনিয়র সুপারস্টার।
এই মঞ্চে প্রতিযোগী থেকে সঞ্চালক দুই জনেরই ব্যক্তিগত জীবনের অজানা কাহিনি জানানো হয়। উত্তরপ্রদেশের অভিনাশ ভারতী যখন হট সিটে ছিলেন তখন সামনে এল অমিতাভের কলেজের দিনের কথা।