জীবনের কঠিন সময়েও পেশাদারিত্বে অটল তামান্না

0

অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায়ে দাঁড়িয়ে। টলিউড থেকে বলিউড—সব জায়গায়ই দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে সেই সাফল্যের ছাপ নেই বললেই চলে। সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মারের সঙ্গে তার সম্পর্কের ভাঙন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এর মাঝেই মুক্তি পেয়েছে তামান্না অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’-এর ট্রেলার। 

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। হাড় হিম করা এই ট্রেলারে দর্শকদের সামনে ধরা দিয়েছে এক আধিভৌতিক রহস্যজাল। সংবাদ সম্মেলনে তামান্না মুখ খুললেন তার জীবনের কঠিন সময় নিয়ে।  

এক প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই বাইরের অবলম্বনের খোঁজ করি। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের প্রয়োজনীয় সব উত্তর আমাদের ভেতরেই থাকে। নিজের ভেতরে তাকালেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।’  

ছবির ট্রেলারে দেখা গেছে, তামান্না তন্ত্রমন্ত্রে মগ্ন। এই প্রসঙ্গ টেনে এক পাপারাজ্জি জানতে চান, বাস্তবে কাকে তন্ত্রমন্ত্রে বশ করতে চান তিনি? মজার ছলে তামান্নার জবাব, ‘তাহলে তো আপনাকেই করতে হবে! যাতে সব পাপারাজ্জি আমার কথায় ওঠে-বসে।’ 

প্রথম কিস্তি ‘ওডেলা ১’-এর হিন্দি সংস্করণ মুক্তি না পেলেও, দ্বিতীয় কিস্তি হিন্দিতেও আসছে। তামান্নার উপস্থিতি কি এর কারণ? উত্তরে অভিনেত্রী জানান, ‘একটা সিনেমা কখনোই একজন মানুষের প্রচেষ্টায় হয় না। এটা পুরো টিমের কাজ। আমি একা কৃতিত্ব নিতে পারি না। দর্শক যদি ছবিটি পছন্দ করেন, তাহলে সামনে আরও পর্ব আনব।’  

পরিচালক অশোক তেজা জানান, শুটিংয়ের সময় তামান্না সম্পূর্ণ ভিন্নভাবে চরিত্রে ডুবে ছিলেন—মাছ-মাংস ছেড়ে দিয়েছেন, এমনকি জুতা পর্যন্ত পরেননি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই চরিত্রে তিনি কোনো মেকআপও করেননি।  

আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ওডেলা ২’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here