চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্রপ্রার্থী আবজালুর রহমান ধীরুর কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মো. আকাশ (২৫) নামে এক কর্মী জখম হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান আবজালুর রহমান ধীরু। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, নির্বাচনের তার জয় নিশ্চিত জেনেই প্রতিপক্ষের লোকজন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে মোবাইল ফোনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছেন। একই সাথে তিনি লিখিত অভিযোগ ও থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।