জি-৩ রুই রেনু পোনা চাষে লাখপতি রাজারহাটের ফারুক

0

কুড়িগ্রামের রাজারহাটের মৎসচাষি উমর ফারুক মন্ডল। মাত্র ৫ হাজার টাকায় জি-৩ রেনু পোনা কিনে সেই পোনা বিক্রি করে এখন লাখপতি বনে গেছেন। তিনি এখন জেলায় রেনু পোনা চাষে একজন মডেল।

সরেজমিনে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে মাত্র ৫ হাজার টাকায় রংপুর থেকে উন্নতজাতের ৫০০ গ্রাম রেনু সংগ্রহ করেন ফারুক মন্ডল। ৬মাস পর বেশ আকৃতি ধারণ করে এসব পোনা। আর সেই সাইজের রেনু পোনা বিক্রি করে এখন তিনি তা আয় করছেন ৩৫০ টাকা দরে। সুস্বাদু ও ৬/৭ কেজি ওজন পর্যন্ত এ রুই মাছ পুকুরে দ্রুত বৃদ্ধি পায়। ফলে এ অঞ্চলের মৎসচাষিরা এই পোনা চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন।

মৎস্যচাষি ফারুক মন্ডল বলেন, এ রুই মাছ দ্রুত বর্ধনশীল এবং লাভও প্রচুর। তাই চাহিদা অনেক। ৫০০ গ্রাম রুই পোনা উৎপাদনে খাবার ও পরিচর্যা বাবদ খরচ হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। এ মাছ বিক্রি করলে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা আমার লাভ হবে বলে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআর বাংলাদেশের সমন্বিত কৃষি ইউনিটের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা বলেন, সাধারণ রুই মাছের তুলনায় এ মাছের বৃদ্ধি ৩০ গুণ বেশি। এ মাছ চাষে চাষিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা বিনামূল্যে এই রেনু পোনা সরবরাহ করছি যাতে কুড়িগ্রামে মৎস্য চাহিদা ও পুষ্টির চাহিদা পূরণ হয়। এছাড়াও মৎস্য চাষিরা যাতে লাভবান হন সেটিও আমাদের উদ্যেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here