জিসিসির উচ্ছেদ অভিযান: ১২০ কোটি টাকার জমিতে হবে স্কুল-খেলার মাঠ

0

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ বস্তি উচ্ছেদ করেছে। দীর্ঘদিন ধরে এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। এই অভিযানে করপোরেশনের প্রায় ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪২ শতাংশ জমি পুনরুদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল থেকে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ অভিযানের বিষয়ে বলেন, ‘উদ্ধারকৃত জমিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। এটি শুধু অবৈধ দখলদারিত্বের অবসান নয় বরং একটি নতুন সামাজিক কাজের সূচনা। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here