গত ১৬ ডিসেম্বর (শনিবার) জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির ওয়ালী পার্কে বাংলাদেশের ৫২তম বিজয় বার্ষিকী পালিত হয়। প্যারামাউন্ট কনসট্রাকসন কোম্পানির সার্বিক সহযোগিতায় মেলায় প্রধান অতিথি ছিলেন ক্যান্টাবুরী ব্যান্কসটাউন কাউন্সিলের মেয়র বিলাল হাইক। বিশেষ অতিথি ছিলেন সাবেক মাল্টিকালচার মিনিস্টার মার্ক কোরে এমপি। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে বাংলাদেশি বিভিন্ন রকমের মুখরোচক খাবারের ভুয়সী প্রশংসা করেন। তাদের সাথে ছিলেন সাবেক কাউন্সিলর কমিনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব শাহে জামান টিটু।
বিজয় মেলায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনিনের একের পর এক জনপ্রিয় গান সিডনিবাসীদের মোহিত করে রাখে। তার গান শুরুর আগেই মেলা প্রাঙ্গন পরিপূর্ণ হয়ে উঠে এবং মেলার সময় পেরিয়ে গেলে কর্তৃপক্ষকে অনুরোধ করে আরো সময় বাড়াতে হয়।
সাবেক কাউন্সিলর এবং লিবারেল পাটীর ওয়াটসন ব্রাঞ্চের সভাপতি শাহে জামান টিটু বলেন, আজকের এই বিজয় মেলাটি জনপ্রিয় করার জন্য দর্শকদের ধন্যবাদ ও তিনি বিগত ৬ বছর ধরে এই সংগঠনটির সকল গঠনমূলক কাজে পাশে থাকতে পারার জন্য নিজেকে ধন্য মনে করেন।
এই মেলায় সিডনিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানিয়ে পদক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদেরকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডঃ হুমায়ের চৌধুরী রানা, ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ডেপুটি মেয়র মোঃ ইব্রাহীম খলিল মাসুদ পদক ও ক্রেস্ট তুলে দেন। এই সময় ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা এবং প্রভাত ফেরীর মিডিয়ার কর্ণধার বিশিষ্ট ব্যক্তিত্ব শাবন্তী কাজী দেওয়ান ও সোলেমান দেওয়ান দম্পতি মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ ছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক রাশেদুল হক বক্তব্য দেন।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল তার বক্তৃতায় সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার আগামী বিজয় মেলা ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ঘোষণা করেন।