জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

0

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শীতার্ত মানুষ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ধানবান্ধিতে অসহায়, সমাজের পিছিয়ে পড়া মানুষ ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের পুত্র জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হয়।

পরে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা ও তাদের মাঝে শীতবস্ত্র এবং মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হক আন্নু ও জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক তাইবুল হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here