বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি মালয়েশিয়া শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠা ঘর রেস্টুরেন্ট এ মালয়েশিয়া বিএনপির সহ- সভাপতি এস এম রহমান তনুর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩০মে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐদিন বিকালে বুকিত বিন্তাং বাংলাদেশি মসজিদে কোরআন খতম ও দোয়া এবং সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্ট এ আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে বৃহস্পতিবার উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করার আহবান জানান অনুষ্ঠানের সভাপতি এস এম রহমান তনু।