জিম্মিদের স্বজনদের যে আহ্বান জানালেন ইরাকে আটক ইসরায়েলি নারী গুপ্তচর

0

ইরাকে আটক ইসরাইলের এক নারী স্বীকার করেছেন- তিনি দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। ওই নারী জানিয়েছেন, তিনি ইরাক ও সিরিয়া দুই দেশেই গুপ্তচরবিৃত্তিতে লিপ্ত ছিলেন। 

ইরাকের আল-রাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে, এলিজাবেথ সুরকভ নামে ইসরায়েলি এই নারী হিব্রু ভাষায় বলেছেন- তার দায়িত্ব ছিল- তেল আবিবের শাসকশ্রেণি ও সিরিয়ায় মার্কিন সমর্থিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা। 

রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে এলিজাবেথ সুরকভ গত জানুয়ারি মাসে ইরাকে যান এবং সেসময় তিনি শিক্ষা বিষয়ক গবেষণার কথা বলেন। কিন্তু দুই মাস পর তিনি ইরাকের রাজধানী বাগদাদে নিখোঁজ হয়ে যান। গত গ্রীষ্মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সুরকভকে ইরাকের প্রতিরোধকামী সংগঠন কাতাইব হিজবুল্লাহ আটক করেছে।

এক ভিডিওতে সুরকভ আরো বলেন, তিনি সাত মাস ধরে আটক রয়েছেন। তবে তিনি বলেননি- কোথায় আটক রয়েছেন।

গুপ্তচর এই নারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারকেও বলেছে, তারা যদি তাদের প্রিয়জনকে আবার দেখতে চায়, তাহলে গাজা উপত্যকায় দখলদার সরকারের যুদ্ধ বন্ধ করতে হবে। 

তিনি বলেন, “আমি গাজার জিম্মিদের পরিবারকে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য লাগাতার প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই।” সূত্র: দ্য গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল, এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here