ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের নিয়ে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দিল ইহুদিবাদী ইসরায়েল।
আগামী ১০ মার্চের মধ্যে তাদেরকে ফেরত না দিলে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় হামলা চালানো হবে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের সদস্য বেনি গান্টজ।
গাজার দক্ষিণে মানুষে গিজগিজ করা রাফা শহরে ইসরায়েলি সেনারা কখন প্রবেশ করবে সে বিষয়ে এটাই পরিষ্কার প্রথম ঘোষণা। তবে এই হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে মত জোরালো হচ্ছে।
তবে ১০ মার্চ পর্যন্ত যে আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।
ওদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জোর দিয়ে এই যুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, কোনও রকম পূর্ব শর্ত ছাড়া এই যুদ্ধের ইতি ঘটানো হলে তাতে বন্দি বিনিময়ে সুযোগ সৃষ্টি হবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি ফিলিস্তিনি জনগণকে নিয়ে মৌলিক সত্য এড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তাদের অধিকার এবং অন্যায়ভাবে হত্যা করায় উদ্বেগ প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাতার যে ভূমিকা নিয়েছিল সেই একই ভূমিকার কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল