জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা করলো বিসিবি

0

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসরে জিম্বাবুয়ে।

সিরিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ ২০-২৪ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট চলবে ২৮ এপ্রিল-২ মে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

দুদলের মুখোমুখি শেষ ৫ দেখায় বাংলাদেশ জিতেছে ৪টিতে। সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিকদের ২২০ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। আসন্ন সিরিজের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি কোনো দলই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here