ব্যর্থতার দায় নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ ছাড়লেন হ্যামিল্টন মাসাকাদজা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে বোর্ডের পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন মাসাকাদজা।
পদত্যাগপত্রে মাসাকাদজা লিখেছেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত এসেছে। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অনাকাঙ্ক্ষিত হারের পর আমরাই একমাত্র (আইসিসির) পূর্ণ সদস্য, যারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সে ব্যাপারটি থেকেই যায়। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে খারাপ মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে আমি পুরোপুরি এর দায় নিচ্ছি।’
মাসাকাদজা আরও বলেন, ‘সিদ্ধান্তটা নেওয়া বেশ কঠিন ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ থাকবো। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো দায়িত্বে কাজ করতে আমি আরও বেশি আগ্রহী।’
মাসাকাদজা দায়িত্ব পালনকালে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে কোয়ালিফাই করেছিল জিম্বাবুয়ে। সে আসরে তারা সুপার-১২ তে উঠেছিল। এছাড়া ২০২৩ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের আয়োজনও করেছিল জিম্বাবুয়ে।