জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এখন ম্যাচ রেফারি

0
জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এখন ম্যাচ রেফারি

জিম্বাবুয়ের ক্রিকেটে যোগ হলো আরেকটি নতুন নাম- ম্যাচ রেফারি হ্যামিল্টন মাসাকাদজা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার এবার মাঠের বাইরে নতুন ভূমিকায় যাত্রা শুরু করলেন। বুধবার প্রো৫০ চ্যাম্পিয়নশিপে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয়েছে তার।

জিম্বাবুয়ের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে মাউন্টেনার্স ও ঈগলসের মধ্যকার ম্যাচে প্রথমবার দায়িত্ব পালন করেন ৪২ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্ব।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৩১৩ ম্যাচ খেলেছেন মাসাকাদজা। সংগ্রহ করেছেন ৯ হাজার ৫৪৩ রান, তার রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি।

অবসরের পর জিম্বাবুয়ে ক্রিকেটের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত পাঁচ বছর ধরে দেশের ক্রিকেট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর এবার হলেন ম্যাচ রেফারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here