জিম্বাবুয়ের কোচিং স্টাফে কোর্টনি ওয়ালশ

0
জিম্বাবুয়ের কোচিং স্টাফে কোর্টনি ওয়ালশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ইতোমধ্যে দলের সাথে কাজ শুরু করে দিয়েছেন ওয়ালশ।

ক্রিকেট ইতিহাসে প্রথমবার ৫০০ উইকেট তোলা বোলার কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান কিংবদন্তি খেলা ছাড়ার পর নাম লেখান কোচিংয়ে। বোলিং কোচ হিসেবে লম্বা সময় কাজ করেছেন বাংলাদেশ দলের সাথে। এরপর ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন তিনি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন ওয়ালশ। যদিও বিশ্বকাপের মূল পর্বে যেতে পারেনি জিম্বাবুয়ের মেয়েরা।

দলের সাথে যোগ দিয়ে ওয়ালশ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার মনে হয় আমাদের বেশ ভালো সুযোগ রয়েছে, যদি আমরা নিজেদের প্ল্যান কাজে লাগাতে পারি এবং দল হিসেবে খেলতে পারি, সাথে কন্ডিশনের সাথে যদি মানিয়ে নিতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা এবং টিনোটেন্ডা মাপোসা। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন ব্র্যাড ইভানস এবং তাসিঙ্গা মুসেকিওয়া।

বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘বি’ গ্রুপে। সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওমান। ২০২৪ বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও এবার বিশ্বকাপে খেলছে জিম্বাবুয়ে। ৯ ফেব্রুয়ারি ওমান ম্যাচ দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিশ্বকাপ অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here