জিএমপির পূবাইল থানার ওসি প্রত্যাহার

0
জিএমপির পূবাইল থানার ওসি প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসনিক কারণে আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা জিএমপি কমিশনারের কাছে আমিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ওসি আমিরুল ইসলাম জামায়াত ও দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন।

আরও বলা হয়, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ ও রাজনৈতিক বক্তব্য’ দেন। যা পূবাইলবাসীকে ক্ষুব্ধ ও আহত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here