জাহিদ আকবরের কথায় ‘প্রিয়তমা’র গান ‘গভীরে’

0

ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘লিডার’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি তুুমুল সাড়া ফেলে। গানটির গীতিকার জাহিদ আকবর। এবার প্রকাশ হলো এই গীতিকবির লেখা নতুন গান ‘গভীরে’। রোমান্টিক এই গানটি ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’য় ব্যবহার করা হয়েছে।

ইতোমধ্যেই সিনেমাটির পাশাপাশি এর গানগুলোও দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘সুরমা সুরমা’ গানের মতোই ‘গভীরে’র সুর করেছন সাজিদ সরকার। এতে কণ্ঠ দিয়েছে রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। গত মঙ্গলবার দুপুরে গানটি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ নবীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here