জাহাজে হুথিদের হামলা, খাদ্য সংকটের আগাম বার্তা ইসরায়েলে

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর আগ্রাসনের জেরে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী ও ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া সব জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে বিপাকে পড়েছে ইসরায়েল। এ ঘটনায় এরই মধ্যে ঘটনায় খাদ্য সংকটের সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলের সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা। খাদ্য উৎপাদনে আগাম নজর দেওয়ার কথা বলছেন তারা।

গাজায় যুদ্ধ বিলম্বিত হওয়ায় লোহিত সাগরে আরও ঝুঁকির মুখে পড়ছে বাণিজ্যিক জাহাজগুলো। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি। এ পরিস্থিতিতে ইসরায়েলের খাদ্য খাত সংশ্লিষ্টরা এক বিবৃতিতে জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় খাদ্য সংকটের ঝুঁকিতে রয়েছে দেশটি।

খাদ্য উৎপাদনের হার যেন ৭৫ শতাংশের কম না হয় সে বিষয়ে খেয়াল রাখার ব্যাপারে সরকারকে সতর্ক করেছেন খাত সংশ্লিষ্টবা। তারা বলছেন, চলমান পরিস্থিতিতে উৎপাদন ৭৫ শতাংশের কম হলে ভয়াবহ হুমকিতে পড়বে দেশ।

গাজায় ইসরায়েলি হামলার জেরে দক্ষিণ লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে ইয়েমেনের হুথিরা। যার প্রভাব পড়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ফলে ঘুরপথে জাহাজ চলাচলের কারণে বেড়ে গেছে জ্বালানি ব্যয়। সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here