গত শনিবার (৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ১৮ নাগরিক। এক বিবৃতিতে তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেছেন, বিশ্ববিদ্যালয়টির কতিপয় ছাত্র এক স্বামীকে ছাত্রাবাসের একটি কক্ষে অবরুদ্ধ করে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আমরা এ ঘটানায় হতবাক ও ক্ষুব্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোপূর্বে আরো ঘটনা ঘটেছে। কোনো ধর্ষণের ঘটনায় কোনোরূপ তদন্ত বা সুরাহা কর্তৃপক্ষ করেনি। বিশাল এই বিশ্ববিদ্যালয় কাম্পাস নিরাপদ ও শৃঙ্খলা আনার কোনো কার্যকর পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি। এই সুযোগে উচ্ছৃঙ্খল কতিপয় ছাত্র এই ধরণের অমানবিক ঘটনা ঘটাতে সক্ষম হচ্ছে। এই ধর্ষক ছাত্রদের যে কথিত রাজনৈতিক পরিচয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা আমাদের শঙ্কিত করে তুলেছে। আজকের যে ছাত্র সে আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবে। সেই ছাত্রদের যদি এই নৈতিক অধপতন হয় তবে দেশের ভবিষ্যত নিয়ে আমরা চরম উদ্বিগ্ন।
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন হাসান ইমাম, অনুপম সেন, সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, আবেদ খান, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, কেরামত মওলা, মিলনকান্তি দে, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ ও আহকামউল্লাহ।