জাল নথির বিষয়ে সতর্ক করলো সুইডিশ দূতাবাস

0
জাল নথির বিষয়ে সতর্ক করলো সুইডিশ দূতাবাস

সুইডেনে কাজের ভিসার ক্ষেত্রে জাল কাগজপত্র নিয়ে সতর্ক করেছে ঢাকায় সুইডেনের দূতাবাস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দূতাবাসের ফেসবু‌কে এক পো‌স্টে এ বিষ‌য়ে সতর্ক ক‌রে‌ছে।

দূতাবাস জানায়, ঢাকার সুইডিশ দূতাবাস এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি লক্ষ্য করেছে, সুইডেনে চাকরির জন্য নিয়োগকর্তার জাল কাগজপত্র বাড়ছে। আপনি যে তথ্য পেয়েছেন সে সম্পর্কে সতর্ক থাকুন। মনে রাখবেন, কেবল মাইগ্রেশন এজেন্সি সিদ্ধান্ত নিতে পারে যে আবাসিক অনুমতি দেওয়া হবে কি না, অন্য কেউ নয়। নিজেকে নিরাপদ রাখুন।

এর আগে গত ৬ মে দূতাবাস ভিসা পেতে জাল নথিপত্র না দেওয়ার আহ্বান জানায়।

তখন এক বার্তায় বলা হয়, আপনার ভিসার আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল নথি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। জালিয়াতি, জাল বা কারসাজি করা নথিপত্র তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হবে। অধিকন্তু, আপনি যদি মূল নথিপত্র জমা না দেন, তবে সেটা সব শেনজেন সদস্য দেশ জানবে।

এদিকে ঢাকাস্থ জার্মান দূতাবাস এক বার্তায় জানিয়েছে, কোনো ব্যক্তির নামের একটি মাত্র শব্দ হলে জার্মান ভিসা আবেদনের ক্ষেত্রে নামের প্রথম ও শেষ অংশে সেটাই লিখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here