জার্মান রাষ্ট্রদূতকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল চাদ

0

৪৮ ঘণ্টার মধ্যে জার্মানির রাষ্ট্রদূতকে চাদ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। কূটনৈতিক শিষ্টাচার না মানার অভিযোগে মূলত তাকে বহিষ্কার করা হচ্ছে। 

গতকাল শুক্রবার জার্মান রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয় চাদ সরকার। 

সরকারি মুখপাত্র আজিজ মোহাম্মাদ সালেহ ৪৮ ঘণ্টার মধ্যে চাদের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার জন্য জার্মান রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

চাদে জার্মান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে কোনকিছু বলা হয়নি। তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে এই খবর জেনেছেন। 

ক্রিক এর আগে নাইজার, অ্যাঙ্গোলা এবং ফিলিপাইনে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাদ সরকারের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ক্রিক সরকারি বিভিন্ন কাজে অতিমাত্রায় হস্তক্ষেপ এবং বিভিন্ন বিষয়ে কঠোর মন্তব্য করতেন। এসব কারণে এর আগে তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে।

চাদের সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো ২০২১ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিহত হলে ক্ষমতায় আসেন তার ছেলে জেনারেল মোহাম্মাদ ইদ্রিস দেবি ইতনো। এর আগে ৩০ বছর ধরে তার বাবা দেশ পরিচালনা করেন। ক্ষমতায় আসার পর দুই বছরের মধ্যে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন জেনারেল ইদ্রিস কিন্তু গত অক্টোবর মাসে তিনি তার ক্ষমতার মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছেন। এর বিরুদ্ধে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড এবং জার্মানি বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে।

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here